নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনা সংমণ দমনে দেশে চলমাল কঠোর লকডাউন আরও বৃদ্ধি করা হয়েছে। চলতি লকাডাউন চলবে আগামী ১৪ জুলাই পর্যন্ত ।
দেশে করোনার সংক্রমণের ভয়াবহতা রোধে ৫ জুলাই সোমবার দুপুরে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্তে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বের সকল বিধি-নিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় সূত্রস্থ স্মারকের নির্দেশনার অনুবৃত্তিক্রমে ০৭ জুলাই ২০২১ তারিখ মধ্যরাত হতে ১৪ জুলাই ২০২১ তারিখ রাত ১২:০০ ঘটিকা পর্যন্ত এ বিধি-নিষেধ আরোপের সময়সীমা আরোপ করা হলো।
এর আগে গতকাল কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির থেকে চলমান লকডাউন আরও ৭ সপ্তাহ বৃদ্ধি করার জন্য সুপারিশ করে করে ছিল।