নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সারাবিশ্বে করোনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিচ্ছে সর্বাধিক প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যেম ফেসবুক। তবে ফেসবুকের প্রদানকৃত সহায়তা প্রদানে দেওয়া হয়েছে কিছু শর্ত। facebook, ফেসবুক
শর্তসমুহ……
- ১. অন্তত ২ থেকে ৫০ জন কর্মী থাকতে হবে।
- ২. ব্যবসায়ের বয়স হতে হবে কমপক্ষে এক বছর।
- ৩. করোনাকালে ক্ষতিগ্রস্থ হয়েছে এমন প্রমাণ থাকতে হবে।
- ৪. আপনার ব্যবসায় সম্পর্কে ফেসবুক খোঁজ খবর রাখতে পারবে এমন যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে।
- ৫. আবেদনের জন্য ফেসবুকে বিজনেস পেজ একটি ভেরিফাইড ই-মেইল থাকতে হবে।
- ৬. থাকতে হবে ব্যবসায় প্রতিষ্ঠানের নির্দিষ্ট কার্যালয়।
- ৭. শুধুমাত্র অনলাইনে কার্যক্রম থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
- ৮. থাকতে হবে ব্যবসায়ের লাইসেন্স।
- ৯. অফিসিয়াল রেজিস্ট্রেশান।
- ১০. অংশিদারি ব্যবসায়ের ক্ষেত্রে পার্টনারশিপ লাইসেন্স।
- গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জের সর্বশেষ করোনার খবর
- সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল পর্বতারোহী রেশমার
- করোনার প্রকোপ কমার সাথে সাথে নিজেকে রক্ষায় ডা.দেবী শেঠির জরুরি পরামর্শ-ক্লিক করুন