নারায়ণগঞ্জ বাণী২৪কমঃ দেশে করোনার সংক্রমন রোধে আগামীকাল থেকে ৭ সপ্তাহের লকডাউন আরোপ থাকছে সারাদেশে। লকডাউন চলাকালে যাত্রীবাহী বাস, লঞ্চ ও ট্রেন বন্ধ থাকবে।
৪ এপ্রিল রবিবার এ সংক্রান্ত রাজধানীতে সাংবাদিকদের এ তথ্য জানানওবায়দুল কাদের বলেন ।তিনি জানান, আগামীকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে। তবে পণ্যপরিবহন, জরুরিসেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল, ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টস সামগ্রী এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
এরআগে এক সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, লকডাউন সময়ে কোন হোটেল-রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না।তবে যেকেউ চাইলে পার্শেল নিতে পারবে। সারাদেশে করোনার সংক্রমণ রোধে সেইসঙ্গে স্বাস্থ্যবিধি মানাতে কড়াকড়ি অবস্থানে থাকবে প্রশাসন।
আরও পড়ুনঃ রবিবার-জেনে নিন গত ২৪ ঘন্টার নারায়ণগঞ্জের করোনার সর্বশেষ খবর