নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ অনলাইনে ট্রেনের টিকেট কাটতে হলে লাগবে এনআইডি বা জন্মসনদের নাম্বার।অনলাইন টিকিট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সিএনএসবিডি সূত্রে জানা যায়, ১ জানুয়ারি ২০১৯ থেকে এই পদ্ধতি চুল করা হয়েছে।
বর্তমানে ১৫ শতাংশ ট্রেনে এই পদ্ধতি চালু করা হয়েছে ও খুব শীঘ্রই সব ট্রেনের টেকেট কাটায় এনআইডি বা জন্মসনদ ইনপুড করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
এর আগে অনলাইনে শুধু মাত্র নাম,মোবাইল নাম্বার দিয়ে কাটা যেত ট্রেনের টিকেট।