নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ক্রিকেটার মোশাররফ রুবেলের বাবা মহিউদ্দীন খন্দকার। বুধবার সকালের দিকে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
এর আগে করোনা আক্রান্ত হয়ে গত ৩ আগস্ট থেকে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মোশাররফ রুবেলের বাবা। করোনায় আক্রান্ত হয়েছিলেন ক্রিকেটার মোশাররফ রুবেল নিজেও।
রুবেল করোনার সংক্রমণ থেকে মুক্ত হলেও ৭৩ বছর বয়সী রুবেলের বাবা মহিউদ্দীন খন্দকার পারি দেন না ফেরার দেশে।