নিহত

টাঙ্গাইলে টেম্পো খাদে পড়ে নিহত ১

নারায়ণগঞ্জ বাণী নিউজঃ টাঙ্গাইল সদর উপজেলার ঘালা ইউনিয়নের মাগুরআটা গ্রামে যাত্রীবাহী একটি টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাইফুল আলম বাদশা (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০ জন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে ওই গ্রামের কুইচবাড়ি রোডের মনতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল আলম বাদশা কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের ডুনাইন গ্রামের বাসিন্দা। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাঙ্গাইল পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নুর নবী জানান, সকালে এলেঙ্গা থেকে যাত্রী নিয়ে একটি টেম্পো মগড়া হয়ে শহরে যাচ্ছিল। পথে কুইচবাড়ি রোডের মনতলায় চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের গাছে ধাক্কা খেয়ে টেম্পোটি উল্টে খাদে পড়ে যায়। এতে চালকসহ ১১ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল আলম বাদশার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মামুনুল হক

ধর্ষণ মামলায় খালাস পেলেন হেফাজত নেতা মামুনুল হক

নারায়ণগঞ্জ বাণী২৪কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ধর্ষণ মামলায় খালাস পেলেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হককে বেখসুর খালাস প্রদান করেছে আদালত।