নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক আবাহাওয়া কর্মকর্তার অন্তঃসত্ত্বা স্ত্রী মৃত্যুবরন করেছেন। ৫ আগষ্ট সোমবার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শারমিন।
এর আগে গত শুক্রবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি হন শারমিন। তার অবস্থার অবনতি হতে থাকলে ও রক্তে প্লাটিলেটের পরিমান বৃদ্ধি না পাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য শনিবার রাতে শারমিনকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার ভোর ৪ টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান শারমিন।