নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ দম্পতির বেডরুমে রাতে উকিমারতে গিয়ে যুবকের মৃত্যু প্রতি রাতেই উকি মারত ভোলা নামের এক যুবক। স্বামী-স্ত্রীর কর্মকান্ড দেখাই ছিল ভোলা নামের এ যুবকের ইচ্ছে।
গত আগষ্ট মাসে রাস্তার ধারে এক অজ্ঞাত যুবকের লাস উদ্ধার করে পুলিশ । ময়না তদন্ত করে মিলে বিদ্যুৎ পৃৃষ্ট হয়ে
মারা জাওয়ার প্রমান। তদন্তে নামে পুলিশ। তদন্তে বেরিয়ে আসে আজব এ ঘটনা।
ভোলা নামের এ যুবক এক দম্পতির ঘরের জানালা দিয় উকি মারত। এ ঘটনা টের পেয়ে যায় সম্পতি। প্রতিদিন রাতের আধারে এমন ঘটনায় বিরক্ত হয় দম্পতী যুগল।
স্বামী জানায়, প্রতি রাতে এক যুবক এসে আমাদের ঘরে উকি মারত , ঘুমন্ত অবস্থায় জানাল দিয়ে
আমার স্ত্রীর গায়ে হাত দিত। আমরা এ ব্যাপারে ভীষন বিরক্ত ছিলাম। তবে আমরা তাকে ধরতে বা সনাক্ত করতে পারিনি।
জানা যায় দম্পতি তাদের জানালায় ইলেকট্রিক লাইন লাগিয়ে রেখে ছিল। পরে ভোলা নামর যুবক রাতের এসে জানালায় হাত দিতেই
ইলেকট্রিক লাইনে তার মৃত্যু হয়। পরে দম্পতি ভোলার লাস দেখেতে পেয়ে লাস দুরে রাস্তার পারে ফেলে আসে।
ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কালনা এলাকায় । এ ঘটনায় গত ২৯ আগষ্ট স্বামীকে গ্রেফতার ঘটেছে।