নারায়ণগঞ্জ বাণী২৪ঃ বাংলাদেশে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৭৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে আরও ২৮ জন। এ নিয়ে ৩০ মে শনিবার পর্যন্ত সারাদেশে কারোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪৪ হাজার ৬০৮ জন এবং করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাড়িযেছে ৬১০ জন। করোনায় মৃত্যুর রেকর্ড
৩০ মে শনিবার বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সম্পর্কিত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। করোনায় মৃত্যুর রেকর্ড
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা নমুনা থেকে ৯ হাজার ২৯৮৭ টি পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৭৬৪ জন সহ দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছে ৪৪ হাজার ৬০৮ জন এবং গত ২৪ ঘন্টায় ২৮ জন সহ মৃত্যু বরণ করেছে মোট ৬১০ জন।
তিনি আরও জানান. আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে আরও ৩৬০ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সর্ব মোট ৯ হাজর ৩৭৫ জন।