করোনা রেড জোন

দেশে প্রথম কক্সবাজার পৌর এলাকাকে করোনা রেড জোন ঘোষণা

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ করোনা পরিস্থিতি মোকবেলা ও এর সংক্রমণ রোধে কক্সবাজার পৌার এলাকাকে করোনা রেড জোন ঘোষণা করে লকডাউন করা হয়েছে। দেশে এই প্রথম কোন এলাকাকেকরোনা রেড জোন ধোষণা করা হল।

যে কারনে বাড়ছে নারায়ণগঞ্জে করোনার সংক্রমণ-জানতে এখানে ক্লিক করুন

৫ জুন শুক্রবার বিকেলে এক জরুরী বিজ্ঞপ্তির মাধ্যমে কক্সবার পৌর এলারক রেডজোন ঘোষণা করে লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। প্রাথমিক ভাবে এ রেডজোনের মেয়াদ আগামী ২০ জুন পর্যান্ত এ এলাকা রোডজোন ও অকডাউনের আওতায় থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয় কোভিট-১৯ সংক্রমন কার্যকর ও অধিকতর দক্ষতার সাথে নিয়ন্ত্রনে আনার লক্ষ্যে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক পুরো পৌর এলাকাকে রেডজোনের অন্তর্ভুক্ত করা হয়েছে। রেড জোনে বিশেষ ব্যাবস্থা গ্রহন করা আবশ্যক বিবেচনায় ৬ জুন থেকে ২০ জুন পর্যন্ত জনস্বার্থে কিছু নির্দেশনা প্রদান করা হয়।

প্রসঙ্গত কয়েকদিন ধরে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে দেশের করোনা পরিস্থিতি ও অর্থনীতির কথা বিবেচণায় করোনা সংক্রমনের অবস্থা বিবেচনায় তিনটি জোনে ভাগ করার কখা বিবেচনা করছে সরকার।


এরই মধ্যে শুক্রবার দেশের করোনায় আক্রান্তের দিক থেকে ৬ নম্বরে থাকা দেশের কক্সবাজার জেলার কক্সবাজার পৌরসভাকে প্রথম রোড জোন ঘোষণা করা হল।

নারায়ণগঞ্জে কমেছে করোনা সংক্রমন-বিস্তরিত পড়তে ক্লিক করুন এখানে..

১০০ ফেন্সিডিল সহ স্বামী-স্ত্রী গ্রেফতার ক্লিক করুন এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

করোনায় আক্রান্তের সংখ্যা

গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জের করোনার সর্বশেষ খবর-করোনা রেড জোন ঘোষনা

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৫৩ জন। করোনায় আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেনি কেউ।