নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নরসিংদীর মাধবদীতে দুটি স্থানে বিলাস বহুল বাড়ি ভাড়া নিয়ে জঙ্গি কার্যক্রম চালাচ্ছে জঙ্গিরা।
দুর্গাপূজা ও সামনের জাতীয় সংসদ নিবাচনকে ঘিরে জঙ্গী হামলার উদ্দেশ্যেই তারা এখানে সংগঠিত হচ্ছে বলে
জানিয়েছেন কাউন্টার টেরিরিজম ইউনিট।
বুধবার মাধবদী পৌরসভা সংলগ্ন ছোট গদাইরচর এলাকার ‘নিলুফা ভিলায় জঙ্গিরা অবস্থান করছে বলে তথ্য পাওয়ার পর
বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। সকাল থেকেই বন্ধ রাখা হয়েছ আশেপাশের সকল দোকানপাট। এলাকাবাসীর উদ্যেশে পুলিশের পক্ষ মাইকিং করা হচ্ছে সার্তক অবস্থানে থাকার জন্য।
কাউন্টার টেরিরিজম আত্মসমর্থনের জন্য জঙ্গিদের আহ্বান জানানো হবে,যদি জঙ্গিরা আত্মসমর্থন না করলে
আইনানুগ ব্যবস্থায় অপারেশন চালানো হবে।
পুলিশ, সিটিটিসির বোমা ডিসপোজাল ইউনিট, সোয়াট এবং সিআইডির ক্রাই সিন ইউনিটসহ আইন প্রয়োগকারী সংস্থার অন্যান্য ইউনিটের সদস্যরা এলাকটি পরিদর্শন করেছেন।
এথরো পর্জন্ত জঙ্গিদের পক্ষ থেকে কোন সারা পায়নি পুলিশ।