নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জ-৫ আসনের মহাজোট প্রার্থী সেলিম ওসমান বলেন, আমাদের উন্নয়ন দেখেন, আমরা কতটুকু উন্নয়ন করেছি। আমাদের আরো ৫ টি বছর সময় দেন- দেখবেন এই দেশ ২৫ বছর এগিয়ে যাবে । আওয়ামী লীগকে আবারও ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানাচ্ছি আপনাদের।
১৯ ডিসেম্বর বুধবার ১২ ও ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মহিলাদের কে লক্ষ করে সেলিম ওসামন বলেন, যার স্বামীরা হেলে দোলে বাড়ী ফিরে আমাকে জানাবেন, আমি তাঁদের ব্যবস্থা করবো,তাদের কে বোজাব।
সেলিম ওসমান বলেন, যারা নাটকবাজী করেন ঠিক হয়ে যান, নইলে এমন থাবা দিবো কলিজা নিয়ে আসবো । এখনো সময় আছে নিজেকে পরিবর্তন করে নিন।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন (টুলু) ও পুলক কান্তি ঘোষাল, সংরক্ষিত মহিলা আসনের সাংসন হোসনে আরা বাবলী , জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন, ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি চন্দনশীল, নারায়ণগঞ্জ জেলার সাবেক , পিপি ওয়াজেদ আলী খোকন, জাকিরুল আলম হেলাল মহানগর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক, শহর যুবলীগের সভাপতি সাহাদাত হসোন সাজনু , এডভোকেট রবিউল আমিন রনী, জেলা শিশু আদালত পিপি, এডভোকেট সুইটি ইয়াসমি, সাবেক ছাত্রলীগ সভাপতি সাফায়েত আলম সানী সহ আরো অনেক নেতা-কর্মীরা।