পুলিশ

নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকুরি হারাবে-দেখানো হবে পলাতক

নারাায়ণগঞ্জ বাণী২৪.কম’নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকরি হারাবেন পুলিশ সদস্যারা, সেই সাথে তাদের পলাতক দেখানো হবে বলে হুশিয়ারি দিয়েছেন  অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।



১১ আগষ্ট রবিবার দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে তিনি এ মন্তব্য করেন।



সাখাওয়াত হোসেন বলেন, আমরা আলোচনা করে পুলিশ সদস্যাদের কর্মেক্ষেত্রে যোগদানের জন্য একটি তারিখ নির্ধারণ করে দেবো। অবশ্যই কাদের এই তারিখের মধ্যে যোগদান করতে হবে। তা না হলে তাদের পলাতক দেখানো হবে ও চাকুরি হারাবে তারা।



তিনি আরও বলেন, ছাত্র আন্দোলনের সময় সীমান্তের অস্ত্র দেওয়া হয়েছিল পুলিশের হাতে, যা একদমই ঠিক হয়নি। যারা এ কাজের জন্য হুকুম দিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে, দেশে না থাকলে, তাদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

পুলিশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় ৩ পুলিশ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আবরোধরত বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে।