নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নিহত কলেজ ছাত্র আবরারের নামে ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তার স্থাপনের উদ্ভোদন করেছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।
২০ মার্চ বুধবার দুপুর ১১ টা ৪৫ মিনিটে রাজধাণীরি প্রগতি সরণিতে কলেজ ছাত্র আবরারের নামে ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তার স্থাপন করেন মেয়র আতিকুল ইসলাম।
উদ্ভোদন কালে মেয়র আতিকুল ইসলাম বলেন, আবরারের বাবকে নিয়ে ভিত্তিপ্রস্তার স্থাপনের উদ্ভোদন করতে চেয়েছিলাম। কিন্তু আবরারের জানিয়েছেন ওখানে আসার মতো মানষিকতা তার নেই।
গতকাল প্রগতি সরণিতে কলেজ ছাত্র আবরারের নিহত হবার ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের সেথে ঘটনাস্থলে দেখা করে আগামী ৩ মাসের মধ্যে ওভার ব্রিজে নির্মান করার ঘোষনা দেন ডিএনসিসি’ র মেয়র আতিকুল ইসলাম।