প্লাটিলেট কি..? জেনে নিনি রক্তে খুব দ্রুত প্লাটিনেটের বাড়াবে যে ৫ খাবার

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ প্লাটিলেট হচ্ছে রক্তের এক ধরনের অতিক্ষুদ্র কনিকা। প্লাটিলেট রক্তকে জমাট বাধাতে সহায়তা করে। সধারনত একজন সুস্থ মানুষের দেহে প্রতি ১০০ মি.লি ’রে প্লাটিলেটের হার গড়ে দেড় লাখ থেকে চার লাখ।

মানুষের দেহে বহমান রক্তে প্লাটিলেটের/ক্ষুদ্র কনিকার পরিমান প্রতি ১০০ মিলিলিটারের  দেড় লাখ থেকে চার লাখের কম হলে রক্ষ ক্ষরনের ঝুকি দেখা দেয়। আর প্লাটিলেটের পরিমান ২০ হাজারে নেমে আসলেই কোন কাটা-ছেরা ছাড়াই রক্ত ক্ষরন শুরু হয়।

এডিস মসার কামরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর সাধরনত মানুষের দেহে দ্রুত প্লাটিলেট/ক্ষুদ্রকনিকার মৃত্যু হয় । এ কারনে ক্রমশই ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর রক্তে প্লাটিলেটের পরিমান কমতে থাকে । ডেঙ্গু আক্রন্ত ‍রোগীর দেহে ২০ হাজারের কম প্লাটিলেটের পরিমান হলে শরীরের বিভিন্ন অংশ দিয়ে প্রচুর রক্তক্ষরন শুরু হয়। এই করনে ডেঙ্গু আক্রান্ত রোগী অতিরিক্ত রক্ত ক্ষরন হয়ে মারা যায়।

নিচে উল্লেখিত ৫ টি খাবার রক্তে দ্রুত প্লাটিলেটের পরিমান বাড়াতে সহায়তা করে..

  • কচি পেপে পাতার রস
  • মিষ্টি কুমড়া
  • আমলকি
  • ডালিম
  • অ্যালোভেরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*