নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ফতুল্লায় কিশোর গ্যাংদের ২ দলের সংঘর্ষে নাইম নামের এক কিশোর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিহত নাইম ইসদাইর এলাকার মৃত.খলিল মিয়ার ছেলে। এলাকায় প্রভাববিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ফতুল্লার বুড়ির দোকান এলাকায় শুক্রবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় ১৫-১৭ বছরের হৃদয় ও হাবিবকে নামে দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় এলাকাবাসীরা জানায়, এলাকায় প্রভাব বিস্তার সহ মাদক ব্যবসাকে কেন্দ্র করে বহুদিন যাবৎ গ্যাংয়ের উৎপাত চলছে। প্রায় সময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রকাশ্যে ধারালো ছুরি, রাম দা নিয়ে মহড়া নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।
এলাকাবাসী পুলিশকে এ ঘটনা জানালেও পুলিশ তাগে গ্রেফতার করতে পারেনি।
এরই ধারাবাহিকতায় মাদক ব্যবসাতে কেন্দ্র করে শুক্রবার তাদের মধ্যে সংঘর্ষেরে ঘটনা ঘটে। এতে নিহত হয় নাইম নামের এক কিশোর।
ঘটনাস্থলে থাকা ফতুল্লা থানার এসআই মিজানুর রহমান জানান জানায়, সংঘর্ষে নিহতের ঘটনায় হৃদয় ও হাবিবকে গ্রেফতার করা হয়েছে। সংঘর্ষের ঘটনা জানতে বাকিদেও গ্রেফতারের অভিযান চলমান রয়েছে। নিহতের লাস উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।