নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ফতুল্লার শিবু মার্কেট এলাকায় ৫ মাসের বকেয়া বেতনের দাবীতে প্যারাডাইজ ক্যাবল কারখানার শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংরোড অবরোধ করে।
১৪ মে মঙ্গলবার বেলা ১১ টায় কারখানার শ্রমিকরা একত্রিত হয়ে সড়ক অবরোধ করে রাখে । এ সময় প্রায় ১ কিলোমটিরের বেসি রাস্তার উভয় দিকে যানযটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিকে পরে পথচারিরা।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বেতন আদায়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দিয়ে শ্রমিকদের শান্ত করে। পরে পুলিশের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, ফতুল্লার কুতুবআইল এলাকায় অবস্থিত প্যারডাইজ ক্যাবল কারখানায় তাদের ৫ মাসের বেতন বকেয় পরে আছে। কিন্তু মালিক পক্ষ দেই-দিচ্ছি বলে সময় পার করলেও বেতন পরিশোধের ব্যপারে কোন পদক্ষেপ গ্রহন করছে না।শ্রমিকরা জানায়, রোজার মেধ্যে তাদের বেতন ভাতা পরিশোধ না করা হলে আরো কঠোর আন্দোলনে নামবে তারা।
এ বিষয়ে ফতু্ল্লা মডেল থানার ওসি বলেন, শ্রমিকদের সাথে কথা বলার পর তারা অবরোধ তুলে নেয়। অবরোধের কারনে রাস্তার ব্যপক যানযটেন সৃষ্টি হয়। ফতুল্লা
আরো খবর পড়ুন এখানে-
অশালীন পোশাক পরায় নরীদের চপেটাঘাত