নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সর্বোচ্চ ৫ বছরের সাজা রেখে ’সড়ক পরিবহন আইন-২০১৮ অনুমোদন দিয়েছ মন্ত্রিসভা। তবে ৫ বছরের সাজা ও ৫ লাখ টাকা জরিমানা অথবা উভয় দন্ডের বিধান রাখা হয়েঠে এ আইনে।
আইনে আরো বলা হয়েছ, দূর্ঘটনা ঘটার পর তদন্তে যদি ইচ্ছাক্রিত ভাবে প্রমানি হয় তবে সর্বোচ্চ সাজা ৩০২ ধারা মোতাবেক মৃত্যুদন্ডের বিধান রাখা হয়েছে আইনে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ৬ আগষ্ট সোমবার এ আইনের অনুমোদন নেয় মন্ত্রিসভা। আগামিকাল আইনটি জাতিয় সংসদে তোলা হবে পাশের জন্য।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বৈঠকে শেষে প্রেস ব্রিফিংয়ে একথা জানান।