নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জে সমাবেস নারয়ণগঞ্জ ৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান বলেছেন, যতবার নারায়ণগঞ্জ জেগেছে, ততবার সারাদেশ জেগেছে, ইতিহাসে তার প্রমান রয়েছ। ২৭ অক্টোবর শনিবার এ কে এম সামসুজ্জোহা স্টেডিয়ামে তার উদ্দ্যেগে আয়োজিত এক মহা সমাবেসে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,ইতিহাসে দেখা যায়, নারায়ণগঞ্জ যতবার জেগে উঠেছে, ততবার সারাদেশে জেগে উছেঠিল। নারায়ণগঞ্জ থেকে অনেক আন্দোলনের শুরু হয়েছে ও তা সারাদেশে ছড়িয়ে পরেছে এবং আন্দোলন বিজয় লাভ করেছে।
ড. কামাল হোসেনের সর্ম্পকে তিনি বলেন, ড.কামল বিশ দলের সাথে ঐক্য করে বলেন, জামাতের সাথে ঐক্য করেনি।
তিনি কি আমাদের স্টুপিড ভাবেন..? বিএনপির সাথে ঐক্য করে বলেন, তারেক রহমানের সাথে ঐক্য করে নাই,,..! ছোট
বেলায় তারে কোল-পিঠে উঠেছিলাম,তাই আমার ল্জ্জা লাগে।
উপস্থিত জনতা ও দেশ বাসীকে উল্লেখ্য করে তিনি বলে, বাংলাদেশ এগিয়ে যাবে নাকি আফগানিস্তান হবে সেই সিদ্ধান্ত
দেশের জনগনকেই নিতে হবে।