নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ রূপগঞ্জের তারাব বিশ্বরোড এলাকার ঢাকা সিলেট মহাসড়কে বাসে তল্লসী চালিয়ে ৩৬ কেজি গাজা সহ ৩ মাদক ব্যাবসায়ীকে আটক করেছ গোয়েন্দা পুলিশে(ডিবি)।
৭ মে মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এ তথ্য জানান ডিবির উপ-পরিদর্শক (এসআই) আলমগীর কবির।
এর আগে ৬ মে বিকালে রূপগঞ্জের তারাব বিশ্বরোড এলাকায় একটি বাসে তল্লাসি চালিয়ে তাদের আটক করে ডিবি পুলিশ। এ সময় উদ্ধার করা হয় ৩৬ কেজি গাজা।
আটককৃতরা হলো, সুমন মিয়া (৩২), শাহীন (২০) ও সুজন (২৪)। তদের বিরুদ্ধে রুপগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
ডিবির উপ-পরিদর্শক (এসআই) আলমগীর কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়ার পর রুপগঞ্জের তারাব এলাকায় ডিবির চেকপোষ্ট বসানো হয় এবং ঢাকাগামী গাড়ি চেক করার সময় একটি বাসে সন্দেহ হলে চেক করা হয় ও ৩৬ কেজি গাজা উদ্ধার করা হয়। এ সমায় আটক করা হয় ৩ মাদক ব্যাবসায়ীকে।
এর আগেই নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে ‘ব্লকরেড’ নামে বিশেষ অভিযানে ঘোষনা করে।