অং সান সুচি

রোহিঙ্গা নিধন ইস্যুতে অং সান সুচির নাগরিকত্ব বাতিল করল কানাডা।

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃরোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর বর্বর নির্যাতন বন্ধের আহ্বান জানাতে সুচি ব্যর্থ হওয়ায় সম্মানজনক নাগরিকত্ব বাতিল করেছে কানাডার সংসদ।

কানাডার হাউজ অব কমন্স অং সান সুচিকে সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছিল ২০০৭ সালে।

নেলসন মেন্ডেলা, দালালাইলামা ও মালালা সহ আরো ৬ জন সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেছিল কানাডার হাউজ অব কমন্স ।

কানাডার আইন প্রণেতারা রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর বর্বর অত্যাচারকে গণহত্যা বলে

অভিহিত করেছেন গত সেপ্টেম্বর মাসে। অং সান সুচি রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর

বর্বর নির্যাতন বন্ধের আহ্বান জানাতে সুচি ব্যর্থ হয়।

এর আগে ফেসবুক অং সান সুচি সহ মিয়ানমারের র্শীষ পাঁচ নেতার আইডি বিতিল করে দিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

পুলিশ

নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকুরি হারাবে-দেখানো হবে পলাতক

নারাায়ণগঞ্জ বাণী২৪.কম’নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকরি হারাবেন পুলিশ সদস্যারা, সেই সাথে তাদের পলাতক দেখানো হবে বলে হুশিয়ারি দিয়েছেন