নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জ-৫ আসনের মহাজোট প্রার্থী এ কে এম সেলিম ওসামনে নির্বাচনি সভা অনষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর বুধবার ১২ নং ওয়ার্ড এলাকার খাঁনপুর এলাকায় মহাজোটের উদ্যোগে আওয়ামীলীগ এর আয়োজনে আলোচনা সভায় মহাজোট প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনী কর্মী সভায় ১১ নং ওয়ার্ডের জাতীয় যুব সংহতির সহ সাভাপতি মোঃ আকিল করিমে নেত্বিতে মিছিল নিয়ে যোগদান করেন।
এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুদ্দিন .জাহিদুল হক শিপলু. আমজাত বাদল. নারায়ন. উতম. অনন্ত. রমিজ উদ্দিন. শামীম. ইমন. মোঃ শাওন. সাহিদ.রিয়ান সহ আরো অনেক নেতা-কর্মী বৃন্দ।