নোয়াগাঁও ইউনিয়নে

সোনারগাঁয়ের নোয়াগাঁওয়ে আওয়ামী লীগের মনোনয়ন পেতে মাঠে ৪ সম্ভাব্য প্রার্থী

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতিকে অনুষ্ঠিত হবে এমন ধারনায় অত্র ইউনিয়নে নৌকার মাঝি হতে মাঠে নেমেছেন আওয়ামীলীগের চারজন সম্ভাব্য প্রার্থী। ইউনিয়ন পরিষদ নির্বাচনের আরও প্রায় এক বছর বাকি থাকতেই সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাপ শুরু করেছেন দলীয় প্রতিক ছিনিয়ে আনতে। তারা প্রতিনিয়ত যোগাযোগ করে চলেছেন জেলা কিংবা কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতাদের ধারে ধারে। স্থানীয় এলাকায় প্রতিটি ওয়ার্ডে , প্রতিটি গ্রামে গ্রামে জনমত তৈরি করতে নিয়মিত যোগাযোগ করে চলেছেন।

নোয়াগাঁও ইউনিয়নে নৌকার মাঝি হতে চান বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মাওলানা মোঃ ইউসুফ দেওয়ান। গত নির্বাচনে নৌাকা প্রতিক না পেয়েও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদন্ধিতা করে আওয়ামীলীগের মনোনিত প্রার্থীর সাথে প্রায় ১৭০০ ভোটের ব্যাবধানে চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচিত হয়ে স্থানীয় সংসদ সদস্য জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকার আস্থাভাজনে পরিনত হয়ে তার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ করে চলেছেন। ইউসুফ দেওয়ানের সমর্থ্যকদের দাবী গত নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হওয়া, এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ করা সব মিলিয়ে দলীয় মনোনয়ন পাওয়ার পথ সুগম করতে সক্ষম হয়েছেন।

আওয়ামীলীগের মনোনয়ন পেতে জোর তদ্ভীর শুরু করেছেন নোয়াগাঁও ইউনিয়নের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, সোনারগাঁ থানা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান উদ্দিন চুন্নু। চুন্নুর সমর্খ্যকদের দাবী একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকায় উন্নয়ন কাজ করা সহ স্থানীয় রাজনীতিতে সক্রিয় থেকে এলাকায় একটি শক্তিশালী কর্মী বাহিনী গঠন করতে পেরেছেন। একাধারে তিনি একজন মুক্তিযোদ্ধা এবং স্থানীয় ও উপজেলা আওয়ামীলীগে তার একটি শক্ত অবস্থান রয়েছে। সেই হিসেবে তার সমর্থ্যকদের দাবী নোয়াগাঁও ইউনিয়নে নৌকা প্রতিক পেতে দেওয়ান উদ্দিন চুন্নুই সবচেয়ে যোগ্য প্রার্থী।

নোয়াগাঁও ইউনিয়নে নৌকার মাঝি হতে চান ইউনিয়ন যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাইদুর রহমান মোল্লা। আগামী নির্বাচনকে সামনে রেখে তিনি তার নির্বাচনী এলাকায় জনসাধারণের সাথে ব্যাপক জনসংযোগ করে যাচ্ছেন । ব্যক্তিগত উদ্যোগে তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন মুলক কাজে অংশ নেওয়া সহ সমাজসেবা মুলক কাজে নিজেকে আত্ম নিয়োগ করে জনমত সৃষ্টি করতে প্রয়াস চালিয়ে যাচ্ছেন। সাথে সাথে আওয়ামীলীগের মনোনয়ন পেতে উপজেলা ও জেলা পর্যায়ের প্রভাবশালী নেতা ও কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতাদের সাথে যোগাযোগ করে নিজের অবস্থান তুলে ধরে দলীয় মনোনয়ন নিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াগাঁও ইউনিয়নে নৌকার মাঝি হতে দৌড়ঝাঁপ শুরু করেছেন নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও অত্র ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার এ বি এম রিপন। এবিএম রিপন গত নির্বাচনে ১নং ওয়ার্ড থেকে মেম্বার পদে বিপুল ভোটের ব্যাবধানে নির্বাচিত হয়ে এবং আওয়ামীলীগের স্থানীয় রাজনীতিতে সক্রিয় অবস্থানের কারনে এলাকায় একিটি শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন বলে ধারনা এবিএম রিপনের সমর্থ্যকদের। তাদের দাবী আওয়ামীলীগের তরূণ এই নেতা একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। স্থানীয় ভাবে তিনি একজন সরল মনের মানুষ এবং স্বচ্ছ রাজনীতিবিধ হিসেবে পরিচিত। আওয়ামীলীগের মনোনয়ন পেলে এবং চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি স্থানীয় এলাকায় পারিবর্তনের রাজনীতি এবং টেকসই উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবেন বলে তার সমর্থ্যকদের দাবী।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক বছর বাকি থাকতেই নোয়াগাঁও ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন নিশ্চিত করতে স্থানীয় এলাকায় বিভিন্ন ভাবে সামাজিক, রাজনৈতিক কার্যক্রম শুরু করেছেন এই চার মনোনয়ন প্রত্যাশী। তবে সময় এলে দেখা যাবে কে হবেন এই সৌভাগ্যবান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*