বৃদ্ধের মৃত্যু

সোনারগাঁয়ে জ্বর, ঠান্ডা ও কাশিতে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ৫এপ্রিল রবিবার সকালে কাঁচপুরের সেনপাড়া এলাকায় মোঃ সোহেল মিয়ার বাড়িতে এ বৃদ্ধের মৃত্যু হয়।

মৃত বৃদ্ধের নাম আলফাজউদ্দিন (৫৭)। জ্বর-সর্দিতে বৃদ্ধের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় করোনা আতঙ্কে সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানায়, জ্বর-সর্দি নিয়ে কাচঁপুর ইউনিয়নের সেনপাড়া মসজিদে ওনাকে নামাজ আদায় করতে দেখা গেছে। ওই অবস্থায় বৃদ্ধকে মসজিদে আসতে মানাও করেছিলেন অন্যান্য মুসল্লিরা। গকালে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর পর লাশ ফেলে রেখেছে। কেউ সামনে আসছে না।

কাঁচপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন জানান, ওই ব্যক্তির মৃত্যুর আগে সর্দি কাশি ছিল। লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। অন্যথায় এলাকার কবরস্থনে দাফনের ব্যবস্থা নেয়া হতে পারে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইদুল ইসলাম জানান, কাঁচপুরে যে ব্যক্তি মারা গেছেন তিনি ৫ বছর যাবত নিউেমুনিয়ায় আক্রান্ত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গ্রেফতার

রুপগঞ্জে ইয়াবা সহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

নারায়গঞ্জ বাণী২৪.কমঃ রুপগঞ্জে ইয়াবা সহ এক মাদক ব্যবসয়িকে  গ্রেফতার করেছে পলিশ। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ির নাম মামুন। সে  মাদক কারবারি মামুন উপজেলার