লাশ

সোনারগাঁয়ে দাফন করা হল বঙ্গবন্ধুর খুনি মাজেদের লাশ

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ অবশেষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দাফন করা হল বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদের লাশ। ১২ এপ্রিল ভোরে সোনারগাঁ উপজেলার সম্ভুপুরা ইউনিয়নের সাতগ্রাম কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

এর আগে গত ৭ এপ্রিল সোমবার গভীর রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী আবদুল মাজেদ (ক্যাপ্টেন-বরখাস্ত) কে গ্রেফতার করে আইন শৃংখলা বাহিনী।
৮ এপ্রিল বুধবার দুপুরে ঢাকা জেলা ও দায়রা জজ আদালত তাকে গ্রেফতার দেখিয়ে তার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেন।

১২ এপ্রিল রাত ১২ টা ১ মিনিটে তার মৃত্যুদন্ড কার্যকর করা হয়। এদিকে তার নিজ বাড়ি ভোলায় তাকে দাফন করতে দেওয়া হবেনা এমন প্রতিক্রিয়ায় তার লাশ সোনারগাঁয়ে শশুরালয়ে দাফনের সিদ্ধান্ত নেয় তার পরিবারের সদস্যরা। পরে রাত তিনটায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হলে ১২ এপ্রিল ভোরে সোনারগাঁয়ে তার লাশ দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

পুলিশ

নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকুরি হারাবে-দেখানো হবে পলাতক

নারাায়ণগঞ্জ বাণী২৪.কম’নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকরি হারাবেন পুলিশ সদস্যারা, সেই সাথে তাদের পলাতক দেখানো হবে বলে হুশিয়ারি দিয়েছেন