নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সোনারগাঁ থানায় ধর্ষণ মামলায় মামুনুলের বিচার শুরু হলো আজ থেকে । ইতিমধ্যে হেফাজতে ইসলামের সাবেক নেতা মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় অভিযোগ গঠন করেছে আদালত।
এর আগে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে নেয়া হয় ইতিমধ্যে হেফাজতে ইসলামের সাবেক নেতা মামুনুল হককে।ধর্ষণ মামলার অভিযোগ গঠনের আবেদন করেন নারায়ণগঞ্জ নারী ও শিশু আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী রকিবুদ্দিন আহমেদ।
হেফাজতে ইসলামের সাবেক নেতা মামুনুল হকের কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণার সোনারগাঁ থানায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার মামুনুল হককে বুধবার আদালেতে হাজির করে বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন করা হয় বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।
শুনানী শেষে আদালত এই মামলার বিচার শুরুর অনুমতি দেন বলেও জানান আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।