৮ মামলায় আদালতে নূর হোসেন, ২টিতে সাক্ষ্য গ্রহণ।

নারায়ণগঞ্জরেআলোচিত সাত খুন মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত প্রধান আসামী নূর হোসেন ও তার দুই সহযোগীর বিরুদ্ধে দুটি মামলার সাক্ষ্য গ্রহণ হয়ছে।বুলটে প্রুফ হেলমেট আর ডান্ডাবেরি পরিয়ে গতকাল কাশিমপুর কারাগার থেকে তাকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ দ্বিতিয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল হান্নানের আদালতে ওই দুটি মামলার সাক্ষ্য গ্রহণ হয়। তবে এদনি আরও ৬টি মামলার সাক্ষী উপস্থতি না হওয়ায় আদালত উক্ত মামলা গুলোতে আগামী ২৪ জুন সাক্ষ্য গ্রহণরে দিন র্ধায করেন।বিষয়টির সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ দ্বিতিয় অতরিক্তি জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এড. জেসমিন নাহার জানান, সাতু খুন মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত নূর হোসনেরে বরিুদ্ধে অস্ত্র, মাদক, চাঁদাবাজরি ৮টি মামলা রয়েছে।রবিবার সবগুলো মামলার সাক্ষ্য গ্রহণের দিন র্ধায থাকলেও দুটি মামলায় সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠতি হয়ছে।আরো ৬টি মামলায় সাক্ষী না আসায় সেগুলো আগামী ২৪ জুন সাক্ষ্য গ্রহণরে দিন র্ধায করা হয়। তিনি আরও জানান, নূর হোসেনের সঙ্গে এসব মামলার অপর আসামী সেলিম ও আলী আহাম্মদকে আদালতে হাজরি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ব্রেকিং নিউজ

সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল-ব্রেকিং নিউজ

নারায়ণগঞ্জ বাী২৪.কমঃ বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে  হটাৎ করে রদবদল করা হয়েছে। একই সাথে জর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি হতে অব্যাহতি দেওয়া হয়েছে।