নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জের তিন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এবং নূরে আলমকে পুলিশ সুপার পদমর্যাদায় পদায়ন ও বদলী করা হয়েছে।
১৮ জুন বৃহষ্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধি শাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস এর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ২১৫ পুলিশ কর্মকর্তাকে পদায়ন ও বদলী করা হয়। তাদের মধ্যে নারায়ণগঞ্জের তিন অতিরিক্ত পুলিশ সুপারকে পুলিশ সুপার পদমর্যাদায় পদায়ন ও বদলী করা হয়েছে।
এদের মধ্যে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলামকে নারায়ণগঞ্জ পুলিশ বুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার করা হয়েছে।
নারায়নগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনকে ঢাকা পুলিশ অধিদপ্তরের সহকারি পুলিশ মহাপরিদর্শক পদে এবং অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলমকে গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার পদে পদায়ন ও বদলী করা হয়েছে।
নারায়ণগঞ্জের ২৪ ঘন্টার সর্বশেষ করোনা পরিস্থিতি জানতে এখানে ক্লিক করুন
যেনে নিন নারায়ণগঞ্জের রেড জোন এলাকা-ক্লিক করুন
আরও পড়ুন..