নারায়ণগঞ্জ বাণী২৪ঃ সারাদেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা রোগী সনাক্ত হয়েছে আরও ৩ হাজার ২৪৩ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হযেছে মোট ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন।
করোনায় আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছে আরও ৪৫ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হযে মৃত্যু বরণ করেছে মোট ১ হাজার ৩৮৮ জন।
১৯ জুন শুক্রবার দুপুর স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় দেশে ১৬ হাজার ৩২৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ৪৫ টি নমুনা পরীক্ষ করা হয়েছে। তাদের মধ্যে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ পজেটিভ এসেছে ৩ হাজার ২৪৩ জনের।
নাসিমা সুলতানা আরও জানান, দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছে আরও ২ হাজার ৭৮১ জন। এ পর্যন্ত দেশে করোনা করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হযেছে মোট ৪২ হাজার ৯৪৫ জন।