নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ চকলেটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণে অভিযোগ উঠেছে প্রতিবেশি ২ বখাটের বিরুদ্ধে। একই সাথে এক গৃহবধুকে ধর্ষণের চেষ্ট করার অভিযোগে আরও ১ বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, শিশুটির বাবা-মা পোশাক কারখানায় চাকরি করায় বাসায় একা থাকতো শিশুটি। সেই সুযোগে আতাহার আলী নামের এক ব্যক্তি গত কয়েকদিন ধরে চকলেটের লোভ দেখিয়ে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে আসছিল।
ঘটনাটি ঘটেছে সাভার সদর ইউনিয়নের চাঁপাইন এলাকায়।
এছাড়াও আরেক প্রতিবেশি সোহাগ মন্ডল ভয়-ভীতি দেখিয়ে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে আসছিল অনেক দিন যাবৎ।
বিষয়টি জানার পর শিশুর মা-বাবা সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ বুধবার রাতে ঘটনাস্থলে গিয়ে আতাহার আলী ও সোহাগ মন্ডলকে আটক করে।
অভিযুক্তদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানা মামলা দায়ের করেছেন শিশুটির পরিবার।
অন্যদিকে সাভারের কমলাপুরের ভবানীপুর এলাকা আপন ভাবিকে ধর্ষণের চেষ্টায় দেবরকে গ্রেফতার করেছে পুলিশ। গৃহবধূকে ধর্ষণের চেষ্টা কালে নোয়াব আলী নামের দেবরকে এলাকাবাসী আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে।