নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জে পাশ্চিমতল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাস কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে হাইর্কোট।
৯ সেপ্টেম্বর বুধবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ এ আদেশ দেয়। ক্ষতিগ্রস্ত ৩৭ জনের সমপরিমান টাকা নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। পরবার্তিতে অতি দ্রুত জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত ৩৭ পরিবারকে টাকা প্রদান করবেন।
এর আগে গত সোমবার হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন নারায়ণগঞ্জের স্থানীয় বাসিন্দা সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার। রিটের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার শুনানির পর আজ বুধবার এ রায় দেওয়া হয়।
রিটের পক্ষে পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার এবং রাষ্ট পক্ষের আইজীবি ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক।
এছাড়াও রুলে ফিস্ফোরনে ক্ষতিগ্রস্তদের কেন ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে নারায়ণগঞ্জের মেয়র, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক, রাজউক, ডিপিডিসি, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও এসপি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচি সহ মসজিদ কমিটির কাছে। আগামী ৪ সপ্তাহের মধ্যে তাদেরকে জবাব দিতে বলা হয়েছে।