মেক্সিকো সীমান্তে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নারায়ণগঞ্জ বাণী নিউজঃ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহব্বানে সাড়া দিয়ে মেক্সিকো সীমান্তে আড়াইশ সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে টেক্সাস সরকার। আগামী ৭২ ঘণ্টার মধ্যে সেনাদের সীমান্তে পাঠান হবে বলে জানান যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ডের এক মুখপাত্র। গত শুক্রবার হোয়াইট হাউজের পক্ষ থেকেও মেক্সিকো সীমান্তে প্রায় চার হাজার সেনা মোতায়েনের পারিকল্পনার কথা জানানো হয়েছে বলে জানায় রয়টার্স। বিবিসি জানায়, আগামি সপ্তাহে অ্যারিজোনা সরকারও মেক্সিকো সীমান্তে দেড়শ সেনা পাঠানোর পরিকল্পনা করেছে। সীমান্ত প্রাচীর নির্মাণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত সুরক্ষায় চার হাজারের বেশি ন্যাশনাল গার্ড মোতায়েনের ইচ্ছে প্রকাশ করেছেন ট্রাম্প। কঠোর অভিবাসন বিরোধী নীতির অংশ হিসেবে ট্রাম্প মেক্সিকো সীমান্তে ‘ক্যাচ অ্যান্ড রিলিজ’ ব্যবস্থারও অবসান চান। গত শুক্রবার এ-সংক্রান্ত একটি পরিকল্পনার কথাও বলেছেন তিনি।ট্রাম্প চান, মেক্সিকো থেকে আসা অবৈধ অভিবাসীদের বিতাড়ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত তাদের আটক করে রাখা হোক। কিভাবে এ কাজ করা হবে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে বিস্তারিত তথ্য প্রকাশ করতে বলেছেন তিনি। টুইটারে গত সাত দিনে এ বিষয়ে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছেন ট্রাম্প। ডেমক্রেটিকদের বিরুদ্ধে তিনি ‘সীমান্ত উন্মুক্ত রেখে মাদক ও অপরাধকে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ করতে দেওয়ার’ অভিযোগ তুলেছেন। টুইটারে তিনি বলেন, অবৈধ অভিবাসন নিয়ে কঠোর আইন প্রণয়নে রিপাবলিকান নেতাদের এখনই সম্মিলিত প্রচেষ্টা করা উচিত।তিনি মেক্সিকো সরকারকে হুমকি দিয়ে বলেন, যদি তারা তাদের দেশ থেকে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ বন্ধ করতে না পারে তবে নর্থ আমেরিকান ফ্রি ট্রেড অ্যাগরিমেন্ট (নাফটা) হুমকির মুখে পড়বে। তবে ট্রাম্পই প্রথম নন, বরং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১০ সালে সীমান্ত প্রহরার জন্য ১২০০ সেনা মোতায়েন করেছিলেন। আরেক সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউবুশও ছয় হাজার সেনা মোতায়েন করেন। উভয় সেনাদলই প্রায় এক বছর সীমান্ত পাহারা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ইনফিনিটি

নারায়ণগঞ্জ ইনফিনিটি ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বাণী ২৪.কম: নারায়ণগঞ্জে ইনফিনিটি ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ শনিবার নারায়ণগঞ্জ চাষাড়া