অস্ত্র

নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় এক যুবকের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারাণগঞ্জে নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদাল। যাবজ্জীবন প্রাপ্ত যুবকের নাম ইসমাইল মিয়া (৩০)।

২৮ জুলাই বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় কলেজছাত্র নিহত

সাজাপ্রাপ্ত আসামী ইসমাইল মিয়া কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার পীরপুর এলাকার গিয়াসউদ্দিনের ছেলে।



মামলা সূত্রে যানা গেছে, ২০১৯ সালের ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে সিদ্ধিগঞ্জের সানারপাড়ের বটতলা এলাকা থেকে ইসমাইল মিয়াকে আটক করে র‌্যাব-১১। অভিযানে ইসমাইল মিয়াকে আটক সহ তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও লোহার তৈরি বাটাল উদ্ধার করে র‌্যাব।



র‌্যাবের পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম এ ঘটনায় ২ জনের বিরুদ্ধে  সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করেন।

পুলিশ এ মামলার তদন্ত শেষে ২০২০ সালের ২৬ মে আদালতে প্রতিবেদন দাখিল করে।

৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে ইসমাইলকে যাবজ্জীবন কারাদণ্ড ও অপর আসামি মো. মাসুমকে খালাস প্রদান করা আদালত।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

পুলিশ

নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকুরি হারাবে-দেখানো হবে পলাতক

নারাায়ণগঞ্জ বাণী২৪.কম’নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকরি হারাবেন পুলিশ সদস্যারা, সেই সাথে তাদের পলাতক দেখানো হবে বলে হুশিয়ারি দিয়েছেন