বিশ্বের সবচেয়ে বেসি ব্যাবহার করা  পাসওয়ার্ড একই রকম, ঘটতে পারে মারাত্নক অঘটন।

নারায়ণগঞ্জ বাণী নিউজঃ  বিশ্বের সবচেয়ে বেসি ব্যাবহার করা  পাসওয়ার্ড তালিকা প্রকাশ কারেছ ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটি গবেষকরা প্রায়া ৬ কোটিরও বেশি পাসওয়ার্ড নিয়ে সমীক্ষা চালিয়েছে তারা । সবচেয়ে বেসি যে পাসওয়ার্ড  গুলো ব্যাবহার করা হয়েছে সেগুলো হল……

১. ‘qwerty’ বা ‘12345’-এর মতো পরপর লেখা সংখ্যা বা অক্ষর ।

২. ‘iloveyou’ বা ‘ihateyou’ জাতীয় পরিচিত ছোট বাক্য।

৩. বহু ব্যবহৃত স্ল্যাং ।

৪. কোকাকোলা, প্লেবয়, লিংকডইন-এর মতো বিখ্যাত ব্র্যান্ডের নাম।

৫. বিখ্যাত সিনেমা বা প্রিয় ফুটবল ক্লাবের নামও অনেকে ব্যবহার করেছেন।

গবেষকরা বলছেন,প্রযুক্তি জগতে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার ক্ষেত্রে মানুষের আরও সচেতন হওয়া উচিত। একজন মানুষের অনেক একাউন্ট থাকায় পাসওয়ার্ড মনে রাখা অনেক কঠিন হয়ে উঠে ,তাই এই রকম সহজ পাসওয়ার্ড ব্যাবহার করেন তারা । এত সহজ পাসওয়ার্ড ব্যাবহার করার ফলে ঘটতে পারে ভয়াবহ অঘটন । তাই পাসওয়ার্ড ব্যাবহারে আরো সাবধান হওয়ার কথা যানিয়েছেন তারা ।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ইনফিনিটি

নারায়ণগঞ্জ ইনফিনিটি ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বাণী ২৪.কম: নারায়ণগঞ্জে ইনফিনিটি ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ শনিবার নারায়ণগঞ্জ চাষাড়া