নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ প্রিতি ম্যাচে সৌদি আরবের বিপক্ষে জয় পেয়েছে ব্রাজিলীয়ানরা । তবে জত সহজে জয় পাওয়ার কথা ছিল ততটা সহজ হয়নি ম্যাচটা।
সৌদি আরবের জালে প্রথম বল ঢোকাতে ব্রাজিল সময় নিয়েছে ৪৩ মিনিট। ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড হয়ে খেলা
ব্রাজিলিয়ান খেলোয়ার নেইমারের কাছ থেকে বল পেয়ে জলে ঢোকান । এর পর আর কোন গোলের দেখা পায়ন কোন দল।
তবে সৌদি আরবের মোহামেদ আল ওয়াইজ খেলার ৮৫ মিনিটে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়েন। ৯০ মিনিটের পড় অতিরিক্ত ৬
মিনিটের মধ্য নেইমারের কর্নার কিক থেকে গোল করেন সান্দ্রো। আগামী ১৭ আক্টোবর বুধবার মুখোমুখি হবে চিন প্রতিদ্ধন্দি ব্রাজিল আর্জেন্টিনা।
আরো খবর পরতে নিচে ক্লিক করুন