সিদ্ধিরগঞ্জে

সিদ্ধিরগঞ্জে ৩ মাসের অন্ত:সত্ত্বা গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসা থেকে মুক্তা আক্তার (২৫) নামে ৩ মাসের অন্ত:সত্ত্বা গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী কাউছার আহম্মেদ (৩০) পলাতক রয়েছে।

পুলিশের ধারণা পারিবারিক কলহের জের ধরে তার স্বামী তাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে গেছে। শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় মহানগরীর সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের দক্ষিণ ধনকুন্ডা এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তে জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত মুক্তা আক্তার কুমিল্লা জেলার মুরাদনগর থানার জাহাপুর এলাকার জয়নাল আবেদীনের মেয়ে। সে প্রোগ্রেস অ্যাপারেলস নামে পোশাক কারখানার শ্রমিক।

এলাকাবাসীর বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন শাহ পারভেজ জানান, এক মাস আগে স্বামী স্ত্রী দুইজনে বাসা ভাড়া নিয়ে এখানে বসবাস শুরু করে। ধারণা করা যাচ্ছে পারিবারিক কলহের জের ধরে স্বামী কাউছার আহম্মেদ তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। তিনি আরো জানান, স্বামীকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

করোনা

আবারও মহামারি করোনাভাইরাস সংক্রমণ ঊর্ধ্বমুখী-স্বাস্থ্যমন্ত্রীর কড়া সতর্ক বার্তা

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সারাদেশে আবারও মহামারি করোনাভাইরাস সংক্রমণের হার বেপক ভাব বৃদ্ধি পাচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় স্বাস্থ্যমন্ত্রীর কড়া সতর্ক বার্তা দিয়েছে।