তামীম ইকবাল

রোহিত শর্মা-ওয়ার্নারকে পেছনে ফেলে সেরা ওপেনারদের শীর্ষে তামীম ইকবাল

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বর্তমান সেরা দুই বছরের ওপেনার হিসেবে গড় রানের তালিকায় ‍ছিলেন রোহিত শর্মা ও ওয়ার্নার। তবে টাইগার দলের ওপেনার তামীম ইকবাল তাদেরকে পেছনে ফেলে সেরা হিসেবে উঠে এসেছেন শীর্ষে।

গত দুই বছরে ২৩ ম্যাচে ৭৩.৮৮ গড়ে ১ হাজার ৩৩০ রান করে তামিম ইকবাল অবস্থান করছেন শীর্ষে। তবে ভারতের রোহিত শর্মা ২০ ম্যাচ বেশি খেললেও গড়ে পিছিয়ে আছেন তামীম ইকবালের গড় রানরেট থেকে। গত দুই বছরে ৪৩ ম্যাচে ৭১.৬৫ গড়ে ২ হাজার ৫০৮ রান করেছন রোহিত শর্মা।

৩য় ও ৪র্থ আসনে রয়েছেন পাকিস্তানি দুই ওপেনার।

গত দুই বছরের হিসেবে ওয়ার্নারের গড় রান ১৫ ম্যাচে ৫০.৪২ গড়ে ৭০৬ রান নিয়ে নিয়ে পিছিয়েছে ষষ্ঠ স্থানে।

তামীম ইকবালের  ব্যাটিং নৈপুন্য বাংলাদেশ বিপক্ষ দলের বিরুদ্ধে যেমন দাড় করাতে সক্ষম হয়েছে শক্ত টার্গেট ,তেমনি জিতেছে অনেক কঠিন ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

হটাৎ করেই যে কারনে আর্ন্তজাতিক ক্রিকেট থেকে তামীমের বিদায়

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ হটাৎ করেই আর্ন্তজাতিক সকল প্রকার ক্রিকেট ম্যাচ থেকে অবসর গ্রহন করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার ও বর্তমান জাতীয় দলের অধিনায়ক তামীম ইকবাল।