নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি ও জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-মহাসচিব লিয়াকত হোসন খোকা জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন। তবে তিনি সাধানর সদস্য হিসেব দলে থাকবেন বলে ঘোষনা দিয়েছেন।
পদত্যাগের বিষয়ে লিয়াকত হোসনে খোকা বলেন, আমি জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছি ,কারন দলের সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের অসুস্থতার সুযোগ নিয়ে সুযোগ সন্ধানী অযোগ্য নেতৃত্ব জাতীয় পার্টির সাধারণ কর্মীদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছেন, তাদের অযোগ্যতার কারনে আজ দলের বাজে অবস্থা, তাই আমি পদত্যাগ করছি।
তিনি বলেন, আমি দলের জন্মলগ্ন থেকে দলে আছি, এবং পল্লিবন্ধু হোসাইন মোহাম্মদ এরসাদের কর্মী হিসেবে সারা জীবন জাতীয় পাটি করে যাবো। দলের প্রধানের অসুস্থাতার সুযোগে দলের ভেতরে একটি কুচক্রি মহলের তৈরি হয়েছে, তারা দলের ভেতর প্রমোশদ দিচ্ছে, তা মেনে নেয়া যায়না।