নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ঘূর্ণিঝড় “ফণি’র প্রভাব থেকে মুক্ত হতে পারেনি এখনো জনগন। এরই মাঝে আবারো ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় “বায়ু। ঘূর্ণিঝড় ‘বায়ু আগামী ১৩ ই জুন আঘাত আনবে বলে যানিয়েছে আবাহওয়া অধিদপ্তর।
পূর্বের ন্যায় ঘূূর্ণিঝড় ’বায়ু আবারো প্রথমে ভারতে আঘাত আনবে। ঘূর্ণিঝর ’বায়ু প্রথমে ভারতের গুজরাট উপকূলের পোরবন্দর এবং মাহুবা এলাকায় ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগে আঘাত আনবে বলে জানিয়েছে ভারতের আবাহাওয়া অধিদপ্তর থেকে।
তবে মঙ্গলবার সন্ধা থেকে আরব সাগর উপকূলবর্তী এলাকায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ প্রবল বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছে আবাহাওয়া অধিদপ্তর। একই সাথে কেরালা, কর্নাটক এবং দক্ষিণ মহারাষ্ট্রের উপকূলের এলাকা গুলোতেও এর প্রভাব পড়বে।
বাংলাদেশ আবাহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে,আরব সাগর দিয়ে ঘূর্ণিঝড় ’বায়ু প্রবাহিত হলেও বাংলাদেশে এর কোন প্রভাব পড়বেনা। ভারতে বৃষ্টি হলেও বাংলাদেশ তেমন কোন সম্ভবনা নেই।