নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সোনাগাঁও যাদু ঘরের সাবেক পরিচালক ও কবি রবিন্দ্র গোপ কে অসামাজিক কাজ করার সময় নারাী সহ ডাকবাংলো থেকে আটক করেছে স্থানীয় জনগন।
১৩ জুন বৃহস্পতিবার দুপুরে সোনাগাঁও যাদু ঘরের ডাক বাংলোর ভেতরের একটি কক্ষ থেকে কবি রবিন্দ্র গোপ ও এক মেয়েকে আটক করে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে।
স্থানীয় জনগন জানায়, কবি রবিন্দ্র গোপ অনেক আগে থেকেই অসামাজিক কজের সাথে লিপ্ত ছিল। রবিন্দ্র গোপ সোনারগাঁও লোক ও কারুশিল্প যাদু ঘরের পরিচালক থাকা কালে অফিসের পেছনেই একটি রুম তৈরি করে ও সেই রুমে মেয়েদের নিয়ে অসামাজিক কার্যকলাপ করতো।
সোনারগাঁও থানার অফির্সাস ইনচার্জ(ওসি) মানিরুজ্জামান বলেন. ঘটনাস্থলে সোনারগাঁয়ের সকল সাংবাদিকরা উপস্থিত রয়েছে ও পুলিশ সদস্যরা ঘটনা তদন্ত করছে। তদন্ত শেষে আসল ঘটনা বলা যাবে।