পুলিশ

নারায়ণগঞ্জে ৩ কর্মকর্তা সহ করোনায় আক্রান্ত র‌্যাব-পুলিশের ১৮ সদস্য

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ করোনা প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপুর্ণ উপায় হচ্ছে সামাজিক দুরত্ব বজার রাখা। বাংলাদেশে করোনা ঝুকিপুর্ণ জেলা নারায়ণগঞ্জ। আর নারায়ণগঞ্জে নিয়মিত দায়িত্ব পালন সহ করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে সবচেয়ে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে নারায়য়ণগঞ্জের আইনশৃংখলা বাহিনী।

এবার তাদের মধ্যেও ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমন। গত ২২ এপ্রিল পর্যন্ত পুলিশ সদস্য ও কর্মকর্তা সহ ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশের তিন পরিদর্শক ও ১২ কনস্টেবল করোনায় আক্রান্ত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। ২২ এপ্রিল নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জনিয়েছেন, আক্রান্তদের মধ্যে ১২ জনকে জেলা পুলিশ লাইন ও বাসায় আইসোলোশনে রাখা হয়েছে এবং তিন জনকে ঢাকা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আইসোলোশনে রাখা হয়েছে । তারা এ পর্যন্ত সুস্থ আছেন বলেও জানান তিনি।

এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের র‌্যাব-১১ এর সদর দপ্তর থেকে জানানো হয়েছে র‌্যাব-১১ এর তিন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
২২ এপ্রিল রাতে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান তাদের সংস্পর্শে আসা ২০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Nganj-RAB-Police,

Nganj-RAB-Police

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*