নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জে নগর ভবনের সামনে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ বুথ স্থাপন করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এ নিয়ে সিটি কর্পোরেশ এলকায় দুইটি নমুনা গংগ্রহ বুথ স্থাপন করা হল।১০ মে রবিবার ব্রাকের উদ্যোগে নগর ভবনের সামনে সাস্তার বিপরীত পাশে কিন্ডার কেয়ার হাইস্কুলে নমুনা সংগ্রহের এই বুথ স্থাপন করা হয়।
এই বুথে প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহষ্পতিবার সকাল ১০ থেকে বিকাল ২ টা পর্যন্ত নমুন সংগ্রহ করা হবে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী আবুল আমিন, প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, নাসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোস্তফা, ডা. নিজাম আলী, ডা. গোলাম মোরশেদ ও ডা. আকিব জামান এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে গত ৯ মে শনিবার বন্দরে আরও একটি নমুনা সংগ্রহের বুথ স্থাপন করা হয়েছে। সেখানে বন্দরের সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডের জন সাধারনের জন্য নমুনা সংগহ করার বুথ স্থাপন করা হয়েছে।
এ ছাড়া সিটি কর্পোরেশনের মোবাইল টিমের মাধ্যমে নমুনা সংগ্রহ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, নাসিক স্বাস্থ কর্তকর্তা ডা. নিজাম আলী।