নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জ সদর উপজেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে ২৬ মে মঙ্গলবার পর্যন্ত সদর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে মোট ৭৭২ জন এবং মৃত্যুবরণ করেছে মোট ১৬ জন। গত ২৪ ঘন্টায় কেউ সুস্থ হয়নি।
২৬ মে মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানা যায়।
এর আগে গত ২৫ মে পর্যন্ত এ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৭৪২ জন। মৃতের সংখ্যা ছিল ১৬ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় কারো নমুনা সংগ্রহ করা হয়নি। সদর উপজেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে মোট ২ হাজার ৮৬৯ জনের। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় কোভিট-১৯ পজেটিভ এসেছে মোট ৩০ জনের।
এ নিয়ে সদর উপজেলায় ২৬ মে পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ৭৭২ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে ১৬ জন এবং সুুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২০৪ জন।