নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সম্পন্ন হলো TVET Association of Bangladesh-এর বাৎসরিক পিকনিক-২০২০। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারী শুক্রবার সকল ৮ টায় মিরুপুর-২ থেকে কুমিল্লার ম্যাজিক প্যারাডাইজ পার্কের উদ্দেশে গাড়ি ছেড়ে যায়। উক্ত বাৎসরিক পিকনিকে ২৫ টিরো বেশি প্রতিষ্ঠানের মোট ৫০ জন অংশগ্রহন করে।
বেলা ১১ টা ৩০ মিনিটে কুমিল্লার ম্যাজিক প্যারাডাইজ পার্কে পৌছাঁনো পর অংশগ্রহনকারীরা ঘোরা ফেরা ও মধ্যন্নভোজের পর বিকালের দিকে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করে।
সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আয়োজন ছিল র্যাফেল ড্র। র্যাফলে ড্রয়ের প্রথম পুরুস্কার ছিল ২৪ ইঞ্চি এলইডি টিভি,২য় পুরস্কার রাইস কুকার ও ৩য় পরস্কার টি-মেকার। এছাড়াও সবার জন্য ছিল এসোসিয়েশনের পক্ষ থেকে এসোসিয়েশনের লোগো সম্বলিত ক্রেস্ট।
এছাড়াও এসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটি ঘোষনা করা হয়।
।