নারায়ণঞ্জের ১৯ এলাকা

ব্রেকিং নিউজ-নারায়ণঞ্জের ১৯ এলাকাকে করোনা ’রেড জোন ঘোষনা-এলাকার তালিকা

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জের ১৯ এলাকাকে করোনা রেড জোন হিসেবে নিহ্নিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। উল্লেখিত এলাকার তালিকা ও পরবর্তি

করণীয় কি ,তা জানার জন্য জেলা থেকে করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার রেড জোন’ চিহ্নিত করার পর এ ব্যাপারে পরবর্তী নির্দেশনার জন্য নারায়ণগঞ্জে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির কাছে পাঠানো হয়।


এলাকা গুলো মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ সিটির ৭টি ওয়ার্ড, সদরের ২টি, বন্দরের ১টি, সোনারগাঁয়ের ২টি, আড়াইহাজারের ৩টি ও রূপগঞ্জের ৪টি এলাকা।

রেড জোন চিহ্নিত ১৯ এলাকা..

  • নারায়ণগঞ্জের সদর উপজেলার গোগনগর ৩নং ওয়ার্ড, এনায়েতনগর ৩নং ওয়ার্ড
  •  বন্দর উপজেলার কলাগাছিয়া ৩নং ওয়ার্ড
  • সোনারগাঁ উপজেলার আমিনপুর ৩নং ওয়ার্ড, মুগড়াপাড়ার ১নং ওয়ার্ড
  • আড়াইহাজার উপজেলার আড়াইহাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ড, হাইজাদীর ৩নং ওয়ার্ড, ভ্রাম্মন্দির ৩নং ওয়ার্ড
  • রূপগঞ্জের তারাব ২নং ও ৩নং ওয়ার্ড, কাঞ্চনের ২নং ওয়ার্ড ও ভুলতার ৩নং ওয়ার্ড
  • সিটি করপোরেশনের ১, ২, ৮, ১২, ১৩, ১৮, ও ২৪ ওয়ার্ড

তবে রেড জোন চিহ্নিত ওয়ার্ড সমুহের পুরো এলাকা সমুহ করোনা রেড জোন হিসেবে উল্লেখ্য করা হয়নি। দেশের কেন্দ্রেীয় করোনা প্রতিরোধ কমিটির অনুমোদন পেলে জানানো হবে কোন জায়গা থেকে কোন পর্যন্ত লকডাউন হবে।


এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলার করোনা বিষয়ক ফোকাল পারসন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, জেলার কিছু এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে তা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতবেগ নারায়ণগঞ্জের পরবের্তি পদক্ষেপ গ্রহন করা হবে।


আজকের আরও খবর পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*