নিয়োগ বিজ্ঞপ্তি

বিজিবিতে সিপাহী পদে নিয়োগ-জেনে নিন কিভাবে মোবাইলে আবদেন করবেন

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৯৭তম ব্যাচে সিপাহী (জিডি) পদে নারী ও পুরুষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আগ্রহীরা মোবাইল ফোনের মাধ্যেমে আবদেন করতে পারবেন। যোগ্যতা সম্পন্নরা টেলিটক সিমের মাধ্যেমে ম্যাসেজ অপশনে গিয়ে BGBHSC PASS YEARHSC Board KeywordHSC RollSSC Pass YearSSC Board KeywordSSC RollHome District CodeUpazilla Name লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।



ফিরতি এসএমএসে একটি পিন (PIN) নম্বর পাঠানো হবে। এরপর আগত মেসেজে উল্লেখিত পিন নম্বরসহ BGBYESPIN Number Contact Mobile Number লিখে ১৬২২২ নম্বরে পুনরায় এসএমএস পাঠাতে হবে।

উল্লেখ্য  যে, মোইলের ব্যালেন্স অবস্যই  ১৬০ টাকা থাকতে হবে। এর থেকে ১৫০ টাকা আবেদন ফি ও এসএমএস ফি কাটা হবে।

আবেদন ফি কেটে নেওয়ার পর একটি পিন সহ এসএমএস প্রেরন করা হবে। ফিরতি পিনটি সহ এসএমএসটি সংগ্রহ করে রাখতে হবে।



আবেদন বা ম্যাসেজ সংক্রন্ত যেকোন তথ্য জানার জন্য ০১৭৬৯৬০০৮৯৮ নম্বরে ফোন করে অথবা টেলিটক থেকে ১২১ নম্বরে কল কের বিস্তারিত জানা যাবে। নিয়োগ বিজ্ঞপ্তি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

BKMEA

Executive পদে বিকেএমইএ(BKMEA)-তে নিয়োগ বিজ্ঞপ্তি

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ Executive পদে বিকেএমইএ-তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদন করতে ও বিস্তারি জানতে বিস্তারিত পড়ুন।