নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সর্বশেষ নির্বাচনে কারচুপির অভিযোগে মিয়ানমারের সরকারের সিনিয়র নেতাদের গ্রেফতার করেছে সেনাবাহিনী। ইতিমধ্যে দেশটির ভাইসপ্রেসিডেন্টকে নতুন প্রেসিডেন্ট হিসেবে ঘোষনাও করা হয়েছে।
মিয়ানমারের সেনা নিয়ন্ত্রিত টিভি চ্যানেল মিয়াওয়াদ্দি নিউজের বরাতে আজ সোমবার এই তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স। সেনাবাহিনী দেশটিতে আগামী এক বছরের জন্য ক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। কারন হিসেবে দেখানো হয়েছে ,নির্বাচনে কারচুপির ঘটনায় ক্ষমতাসীন দল কার্যকর ব্যবস্থা নিতে না পারা।
সশস্ত্র বাহিনীর প্রধান সিনিয়র জেনারেল মিং অং হ্লাইং আজ থেকে আগামী এক বছর দেশ পরিচালনা করবেন। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতি করে অং সান সু চি ক্ষমাতায় আসে বলা হয়েছে। মিয়ানমারের সেনাবাহিনীর দাবী ৮.৬ মিলিয়ন ভোট জালিয়াতির ঘটনা ঘটে সেই নির্বাচনে।