নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সোনারগাঁয়ের কাচপুর এলাকায় বাসের চাপায় স্কুল ছাত্রী সাদিয়া (১৫) নামের দূর্ঘটনায় ঘটায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোাধ করে রাখে। সকাল ৭ টার দিকে তারাব গামী একটি বাস ওমর আলী স্কুলের সামনে সাদিয়ার উপরে তুলে দেয়। এরপর উমর আলী স্কুলের সকল শিক্ষার্থীরা
সাদিয়া মারা গেছে শুনে রাস্তায় নেমে গাড়ি ভাংচুর ও রাস্তা অবরোধ করে রাখে। পরে সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসন খোকা শিক্ষার্থীদের কাছে ছুটে আসেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা তার কাছে অভিযোগ করেন যে, পুলিশ তাদের সাথে খারপ ব্যবহার করেছে এবং তাদের সহপাঠির দূর্ঘটনার জন্য দায়ীদের কঠোর শাস্তি দাবি করেন।
লিয়াকত হোসন খোকা বলেন, আমি এ ঘটনার জন্য র্মমাহত। আমি বাসায় ছিলাম, শিক্ষার্থীর সড়ক দূর্ঘটনা শুৃনে মটরসাইকেলে করে
তোমাদের কাছে ছুটে এসেছি। তোমাদের দাবির সাথে আমিও একমত,
পুলিশ যদি তোমাদের সাথে এ ধরনের ব্যবহার করে থাবে, তা অবশ্যই নিন্দনীয় কাজ।
আমি পুলিশ প্রশাসনের সাথে কথা বলবো, যেসব পুলিশ এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিচার করা হবে।
তিনি আরো বলেন, আমার সন্তানদের সাথে কেন তার এই ধরনের ব্যবহার করেছে….!!! তার বিচার করা হবে।
এমপি লিয়াকত হোসনে খোকার উপর আস্থা রেখে আন্দোলনরত শিক্ষার্থীরা ঘরে ফিরে যায়।
আরো নিউজ পরুনঃ বাস চাপায় ওমর আলী স্কুলের ছাত্রী গুরুতরো আহত, ঢাকা মেডিকেল কলেজ ভর্তি।