নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বাংলাদেশে করোনা চিকিৎসায় ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল হচ্ছেনা বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।২৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে করোনা বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ভিডিও ব্রিফিং যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভিআইপিদের জন্য আলাদা করোনা হাসপাতাল করার জন্য সরকার কোন ব্যবস্থা রাখেনি, ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরি করা হয়েছে গণমাধ্যেমে যে সংবাদ প্রকাশ পেয়েছে তা সঠিক নয় ।সকলের জন্য একই রকম চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছ।
গনমাধ্যেমকে তিনি বলেন , আমি আপনাদের অহবান করছি, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন বিবৃতি প্রকাশ করবেন না। এটা সরকারের নীতি বহির্ভূত।