আইপিএল অনুশীলনে ব্যাস্ত মুস্তাফিজ

নারায়ণগঞ্জ বাণী নউিজঃ আইপিএল এর দল বদলে মুস্তাফিজুর রহমানের ঠিকানা এবার মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার দলের হয়ে আইপিএল খেলার জন্য শনিবার বিকেলেই মুম্বাই চলে গেছেন বাংলাদেশের কাটার মাস্টার। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এ তথ্য মোস্তাফিজই জানিয়েছিলেন ভক্তদের। এবার ভারতে পৌঁছার পর মুম্বাই শিবিরে যোগ দেয়ার খবরটিও জানিয়েছেন এই পেসার। তাকে স্বাগত জানিয়েছে দলটিও। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন মোস্তাফিজ। যে ছবিতে মুম্বাই ইন্ডিয়ান্সের স্যুটকেসসহ কাঁধে একটি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের পেস সেনসেশন। তিনি মুম্বাই শিবিরে যোগ দিতে পারায় উচ্ছ¡াস প্রকাশ করেছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের অফিসিয়াল ফেসবুকেও একই ছবি শেয়ার করে তাকে স্বাগত জানানো হয়। রবিবার মুম্বাইয়ের অনুশীলনে যোগ দেয় মুস্তাফিজ। জসপ্রীত ভুমরা, মুস্তাফিজ ও শেন বন্ড সবাই একসঙ্গেই অনুশীলন করেছে। দলটির ফেসবুতে তিনতারকার অনুশীলনের খবর জানিয়ে পোস্টও দেয়া হয়েছে। আইপিএলে নিজের প্রথম আসরে সানরাইজার্স হায়দরাবাদকে শিরোপা জিতিয়েছিলেন মুস্তাফিজ। দ্বিতীয় আসরে যদিও খুব বেশি সার্ভিস দিতে পারেননি। নিজের ফর্মও ভালো ছিল না। এ কারণে এবার হায়দরাবাদ মুস্তাফিজকে আর ধরে রাখেনি। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের দীর্ঘদিনের পেসার, শ্রীলঙ্কান লাসিথ মালিঙ্গাকে আর দলে রাখেনি। তার পরিবর্তে পেসার হিসেবে বাছাই করে নিয়েছে মুস্তাফিজকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ইনফিনিটি

নারায়ণগঞ্জ ইনফিনিটি ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বাণী ২৪.কম: নারায়ণগঞ্জে ইনফিনিটি ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ শনিবার নারায়ণগঞ্জ চাষাড়া